Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০২৪

১৮-২০ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা রোভার কর্তৃক আয়োজিত জোট-জোটি-২০২৪


প্রকাশন তারিখ : 2024-10-20

বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনায় ও বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা রোভার এর আয়োজনে গত ১৮-২০ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত জোটা-জোটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রাম উপলক্ষ্যে গত ১৮ অক্টোবর, ২০২৪ তারিখ কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রাম উপলেক্ষ্য ১৮ অক্টোবর সকাল ৯:০০ টায় জেলার ০৯টি কলেজ ও মুক্ত রোভার গ্রুপ থেকে ৭০ জন রোভার ও গার্ল-ইন রোভার অংশগ্রহন করে।

 

কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রামের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারে অনুষ্টিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাম্বুরী অন দ্যা এয়ার (JOTA) বিষয়ে সেশন পরিচালনা করেন এ বিষয়ে পারদর্শী হ্যাম অপারেটর জনাব মোঃ স্বাধীন হাসান (S21SWA)। তিনি এ বিষয়ে সেশন পরিচালনার পাশাপাশি অ্যামেচার রেডিও এর বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করেন ও  অ্যামেচার রেডিও এর মাধ্যমে কথা বলার প্রক্রিয়া দেখান । পরে তিনি হাতে কলমে রোভারদেরকে অ্যামেচার রেডিও দিয়ে কল করে অন্য হ্যাম অপারেটরদের সাথে কথা বলান।

 

            সেশনের পরবর্তী অংশে জাম্বুরী অন দ্যা ইন্টারনেট (JOTI) বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা রোভারের যুগ্ম-সম্পাদক ও জোটা-জোটি-২০২৪ এর কুড়িগ্রাম জেলার কো-অর্ডিনেটর জনাব মোঃ সাইফুল ইসলাম, উডব্যাজার। তার সেশনে তিরি scout.org- তে একাউন্ট তৈরি, জোটা-জোটি-২০২৪ এ রেজিস্ট্রেশন, লগইন, সেফ ফর্ম হার্ম চ্যালেঞ্জে অংশগ্রহনসহ অন্যান্য চ্যালেঞ্জে অংশগ্রহন করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। এসময় তিনি রোভারদের এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

            এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা রোভারের কমিশনার- জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এএলটি, সম্পাদক- জনাব এএসএম হাসান-উজ-জামান, সহকারী কমিশনার- জনাব রুখসানা আখতার ও জনাব মোঃ রফিকুল ইসলাম ও জেলার অন্যান্য রোভার লিডারবৃন্দ।

 

            পরবর্তীতে রোভাররা নিজ উদ্যেগে জাম্বুরীর সকল কার্যক্রম সম্পন্ন করে।